বাছাই করা টুকরো খবর

৪) মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুসারে, কেবলমাত্র ২০১৪ সালের TET উত্তীর্ণ প্রশিক্ষিত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্যারা-টিচারদের জন্য মোট শূন্য আসনের ১০ শতাংশ সংরক্ষিত থাকবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আজ, ২৩ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের ইন্টারভিউ হবে।

৫) বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার সূচী প্রকাশিত হল। আগামী বছরের ১ জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তা চলবে ১০ জুন পর্যন্ত। তার পরেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর ১ জুন মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, হিন্দি-সহ একাধিক প্রথম ভাষার পরীক্ষা ওই দিন হবে। এর পরের দিন দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। শুক্রবার, ৪ জুন ইতিহাস, ৫ জুন ভূগোল, ৭ জুন নেওয়া হবে অঙ্কের পরীক্ষা, ৮ এবং ৯ জুন, মঙ্গল এবং বুধবার যথাক্রমে পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের পরীক্ষা হবে। ১০ জুন, অর্থাৎ বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। শর্টহ্যান্ড এবং টাইপরাইটিংয়ের পরীক্ষা কেবলমাত্র কলকাতা এবং শিলিগুড়িতেই নেওয়া হবে বলেও জানিয়েছে পর্ষদ।

Published by

Swarnali Goswami

A person with full of energy and positivity.

Leave a comment